সদ্যপ্রয়াত চকবাজার থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা এখলাছুর রহমান কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন চকবাজার থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় এতে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আনসারুল হক, সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক খোকা, সহ-সভাপতি সিরাজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক এ কে এম আনিসুজ্জামান, উপ-প্রচার সম্পাদক আবুল কালাম, কার্যকরী কমিটির সদস্য আলী নেওয়াজ খান পারভেজ, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল আলম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এম এ হান্নান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ রফিকুল ইসলাম, মরহুমের সন্তান আনিসুর রহমান, মহানগর যুবলীগের সদস্য কাজল প্রিয় বড়ুয়া,যুবলীগ নেতা মোঃ মহিউদ্দিন, নাফিজ ইমতিয়াজ সানজু, মাকসুদ জামিল মারুফ, মোঃ সজল মিয়া, সৈয়দ মোঃ মঈন,মোঃ পারভেজ, ছাত্রলীগ নেতা নয়ন মজুমদার, মোঃ ফয়সাল প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মওলানা মোঃ ইলিয়াস।
গত ৬ সেপ্টেম্বর রোববার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজেউন)। সোমবার সকালে চট্টশ্বরী বায়তুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়
উল্লেখ্য মরহুম এখলাছুর রহমান ১৯৭৩ সালে চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুআগ পর্যন্ত তিনি চকবাজার থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও জয়নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।