সংকটাপন্ন ১০ কেজি ওজনের কাছিম উদ্ধার করে কর্ণফুলী নদীতে অবমুক্ত

মোঃ নজরুল ইসলাম লাভলু কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ে সংকটাপন্ন একটি কাছিম শনিবার(২২ মার্চ) উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটি ওইদিন বিকেলে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাছিমটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ অফিসার মো. ওমর ফারুক স্বাধীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই অঞ্চলের সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নিদের্শনায় বন বিভাগ অভিযান পরিচালনা করে শনিবার কাপ্তাই জেটিঘাট সাপ্তাহিক হাটে বিক্রির উদ্দেশ্যে আনা কাছিমটি উদ্ধার করে। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা কাচিমটি রেখে পালিয়ে যায়।

উদ্ধারকৃত কাছিমটির ওজন প্রায় ১০কেজি। পরে এটি ওইদিন বিকেলে কাপ্তাই প্রশান্তি পার্কের নিকটস্থ কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।
এসময় কাপ্তাই রেঞ্জের আওতাধীন বড়ইছড়ি স্টেশন ও পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরীসহ বন বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।