শিক্ষককে বলা হয় সর্বশ্রেষ্ঠ পাঠ্য উপকরণ।শ্রেণীকক্ষ যেখানে রাজ্য, শিক্ষকই সেখানকার সম্রাট। একটি নির্দিষ্ট সময়ে তিনি কীভাবে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা করে সর্বাধিক সুফল নিশ্চিত করবেন, এটি শিক্ষকের কৌশলের উপর নির্ভর করে। পাঠদান অথবা বিষয়ভিত্তিক বক্তৃতার শিল্পকে শিক্ষকগণ এখানে চর্চা করতে পারেন। এখানে আছে নির্লোভ নির্মোহ শিক্ষার্থীরা, যারা তার পাঠদান শিল্পের বিচারক, মূল্যায়ক এবং ভোক্তা তো বটেই।
শিক্ষার্থীদের নির্ভরতার আশ্রয় হোন
শিক্ষার্থীর মনে আশা জাগিয়ে তুলুন। কঠিন বিষয়গুলো নিয়ে তাদের মনে অনেক হতাশা আর ভয় থাকে। যদি তারা গণিতের শিক্ষার্থী হয়, বলুন গণিতের দফারফা হবে এবার। আর কোন ভয় নেই, কারণ আপনি আছেন তাদের সঙ্গে।
শিশুরা যা দেখে তা ই শেখে। শিক্ষক শিক্ষার্থীদের সাথে ভাল ব্যবহার করলে, শিক্ষার্থীরাও শিক্ষককে মান্য করবে।প্রাথমিকভাবে কিভাবে শিক্ষার্থীদের ম্যানেজ করতে হবে বুঝতে না পারলে, ক্লাসে দুইটি গ্রুপ করুন। এতে করে আপনি বুঝতে পারবেন কিভাবে পুরো ক্লাসকে কন্ট্রোল করতে হবে।
আনন্দের মাধ্যমে শিক্ষা
আপনার শিশু কোন উপায়ে শিক্ষা গ্রহণে সবচেয়ে আনন্দ পায় তা জেনে নিন। অনেক শিশুই শিক্ষার পাশাপাশি গান, নাচ, অঙ্গভঙ্গি, অভিনয়, আঙুল গননা কিংবা ভিন্ন কোনো উপায়ে খুব ভালো শিখতে পারে। তাই আপনার শিশুর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি তা জানুন ও শিক্ষায় কাজে লাগান।