বাঁশখালীতে ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ২

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি টেম্পু গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খুরশিদ আলম (৩২) ও মো. হাসান ওরফে আকাশ (২৭)। তাদের মধ্যে খুরশিদ আলম নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর এলাকার বাসিন্দা এবং হাসান চট্টগ্রামের ভূজপুর এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানা ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বাঁশখালী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, চেকপোস্ট চলাকালে বাঁশখালী-চট্টগ্রামগামী সড়কে একটি সন্দেহজনক টেম্পু গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় টেম্পুর ভেতর লুকানো অবস্থায় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।