চট্টগ্রামস্থ বাঁশখালী গণ্ডামারা-বড়ঘোনা উন্নয়ন ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

‘এসো মিলিত হই, ভ্রাতৃত্বের বন্ধনে’ স্লোগানে চট্টগ্রামস্থ বাঁশখালী গণ্ডামারা-বড়ঘোনা উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধায় নগরীর নতুন ব্রিজ নবাবীয়ানা রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করের ফোরামের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম আকবর, সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউএসটিসি শিক্ষার্থী এসকে মিসবাহ উদ্দিন, ইসলামী সংগীত পরিবেশন করেন হেফাজ উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ্ডামারা আল কুরআন মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির। মহসিন কলেজ শিক্ষার্থী মো. আরমান হোসাইন ও আবদুল হালিমের যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক কর্মকর্তা আনসার উদ্দিন, চান্দগাঁও পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক তৌহিদুল ইসলাম চৌধুরী, ব্যাংক কর্মকর্তা ইনামুল হক, সাংবাদিক রিয়াদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রসেনার সহ-সভাপতি সেলিম উদ্দিন শওকত, আরশাদ আল কাসেম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা রফিকুল করিম নঈমী, ইমরান হোসেন ইমু, আবদুল্লাহ সিকদার সম্রাট প্রমুখ।

ইফতার মাহফিলপূর্ব কৃতী শিক্ষার্থী হিসেবে চুয়েটের বদরুম মুনির মহসিন, চবির মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ আসাদ উল্লাহ, আরিফ উল্লাহ বিন কায়সার ও আরকান শহিদকে ক্রেস্ট দিয়ে ফোরামের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘চট্টগ্রামস্থ গণ্ডামারা-বড়ঘোনা উন্নয়ন ফেরাম শুধু বাঁশখালীর নয়, গোটা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চায়।

বিশেষ করে গণ্ডামারা ইউনিয়নের ছাত্র-জনতার যে কোন সমস্যা সমাধানে সব সময় পাশে থাকবে। আগামীর সুখী সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।’