খুলশীতে বস্তাবন্দী এক নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আখতারুজ্জমান উড়াল সড়কের নিচে বস্তাবন্দী অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

শনিবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় খুলশী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী জানান, আমি কোচিংয়ে যাচ্ছিলাম বাসে করে। তখন প্রায় সাড়ে ৪টা বাজে। বাসের জানালা দিয়ে আমি বস্তাবন্দি লাশটি দেখতে পাই। এরপর বাস থেকে নেমে ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ এসেছে।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, বস্তাভর্তি মরদেহটি ফ্লাইওভারের নিচে আইল্যান্ডের মাঝামাঝিতে কম্বল মুড়িয়ে রাখা হয়েছিল। দেখে মনে হবে, ভাসমান লোকজন কেউ ঘুমাচ্ছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা সেটি উদ্ধার করি।

তিনি আরও বলেন, যদিও শরীরে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না, তবে মরদেহ যেহেতু বস্তার ভেতরে পাওয়া গেছে, এটা ধরে নিতে পারি যে, তাকে খুন করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদনে সবকিছু পরিষ্কার হবে। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কিংবা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে আঙুলের ছাপ নেওয়া হবে।