মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): জেলা শহর রাঙামাটির বনরূপা বাজার থেকে উদ্ধারকৃত একটি বনমোরগ কাপ্তাই জাতীয় উদ্যানের পাতাঝরা মোড় এলাকায় অবমুক্ত করেছে কাপ্তাই বন বিভাগ।
রোববার (২৩ মার্চ) সকালে কাপ্তাই রেঞ্জ অফিসার মোঃ ওমর ফারুক স্বাধীনের উপস্থিতিতে বন মোরগটি অবমুক্ত করা হয়।
এরআগে গত শনিবার রাঙামাটির বনরূপা বাজারে বিক্রয় করতে আনা বনমোরগটি উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সুবলং রেঞ্জের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ সহ সদর রেঞ্জের টহল টিম। পরে সেটি কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করা হলে রবিবার এটি বনে অবমুক্ত করা হয়।
এসময় বনবিভাগের সদর বিট কর্মকর্তা এস.এম. মহি উদ্দিন চৌধুরী সহ বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।