গুগল আনল নতুনস্মার্টফোন ‘পিক্সেল ৯এ’

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহে গুগল তাদের নতুন স্মার্টফোন ‘পিক্সেল ৯এ’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ফোনটির দাম শুরু হবে ৪৯৯ ডলার থেকে। ডিভাইসটির সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর নকশায়। পেছনের ক্যামেরা বারটি সরিয়ে নতুন মডেলে গোলাকার ডিজাইনের ক্যামেরা মডিউল যুক্ত করা হয়েছে, যা ফ্রেমের সঙ্গে প্রায় মিশে গেছে। এতে ফোনটি দেখতে আরও আধুনিক ও আকর্ষণীয় মনে হচ্ছে।

নতুন পিক্সেল ৯এ দুটি নতুন রঙে পাওয়া যাবে। এগুলো হলো হালকা বেগুনি ‘আইরিস’ ও উজ্জ্বল গোলাপি ‘পিওনি’। এ ছাড়া বরাবরের মতো পোরসেলিন ও অবসিডিয়ান রঙের সংস্করণ তো থাকছেই।

শক্তিশালী চিপ ও উন্নত পারফরম্যান্স
পিক্সেল ৯এ ফোনে গুগলের নিজস্ব টেনসর জি৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর আগের মডেল পিক্সেল ৮এ-তে টেনসর জি৩ চিপ ব্যবহার করা হয়েছিল। নতুন চিপসেটটি জি৩ চিপের তুলনায় আরও উন্নত পারফরম্যান্স দেবে। যদিও আগের মডেলের পারফরম্যান্সও বেশ ভালো ছিল। ফোনটিতে থাকছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ অপশন। গুগল দাবি করছে, পিক্সেল ৯এ একবার চার্জে ৩০ ঘণ্টার বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে।

ক্যামেরা ও নতুন এআই ফিচার
ক্যামেরার জন্য পিক্সেল ৮এ ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। নতুন পিক্সেল ৯এ ফোনের ক্যামেরায় কিছু পরিবর্তন আনা হয়েছে। ফোনটির পিছনের দিকে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ও ১৩ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে থাকছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। নতুন মডেলে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও আগের মডেলে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। তবে গুগল এই ফোনে বেশকিছু নতুন এআই ফিচার যোগ করেছে। এর মধ্যে রয়েছে ম্যাজিক এডিটর, ম্যাজিক ইরেজার, বেস্ট টেক ও ফটো আনব্লার ফিচার। প্রথমবারের মতো এই সিরিজে ম্যাক্রো ফোকাস ফিচার যুক্ত করা হয়েছে, যা খুব কাছ থেকে ভালো ছবি তুলতে সাহায্য করবে। এ ছাড়া কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে নাইট সাইট মোড।

কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা
তবে পিক্সেল ৯এ নিয়ে একটি আলোচনার বিষয় হলো- এর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কিছু সীমাবদ্ধতা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আর্স টেকনিকার প্রতিবেদন অনুযায়ী, এই ফোনে ৮ জিবি র্যাম থাকার কারণে গুগলের উন্নত কিছু জেমিনাই এআই ফিচার এতে ব্যবহার করা যাবে না। এর ফলে কিছু আকর্ষণীয় এআই সুবিধা এই ফোনে পাওয়া নাও যেতে পারে।

কবে নাগাদ বাজারে আসবে
গুগল জানিয়েছে, পিক্সেল ৯এ প্রথমে যুক্তরাষ্ট্র ও কানাডায় পাওয়া যাবে। এর পর এটি ইউরোপ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশেও বিক্রি শুরু হবে। এপ্রিল মাস থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে, যদিও নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।