ধান কাটা শুরু, কাপ্তাইয়ে আমনের ভাল ফলনে কৃষক-কৃষানীর মুখে হাসি

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলায় এবারও চলতি আমন মৌসুমে ধানের ভাল ফলন হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবং রোগ বালাই কম হওয়ায় আমন ধানের ফলন ভাল হয়েছে। ভাল ফলন হওয়ায় কৃষক- কৃষাণীর মুখে মধুর হাসি ফুটে উঠেছে। তবে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট দমকা হাওয়া আর বৃষ্টির কারণে দুই দিন বন্ধ ছিল ধানকাটা। কিছু এলাকায় অসময়ের বৃষ্টিতে ধানের সামান্য ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানিয়েছে কাপ্তাই উপজেলা কৃষি বিভাগ। বর্তমানে মাঠে ধান কাটা, মাড়াইসহ পাকা ধান ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছে উপজেলার প্রান্তিক কৃষকরা কাপ্তাই উপজেলার ওয়াগ্গা কৃষি ব্লকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাক ডাকা ভোর থেকে শুরু করে আমনের নতুন ফসল ঘরে তুলতে দিনরাত এক করে নিরলস ভাবে কাজ করছে কৃষক কৃষাণীরা। তাছাড়া বছরের শুরুর দিকে বৃষ্টির অভাবে মলিন মুখে চাষ শুরু করলেও বর্তমানে ভাল ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। স্থানীয় কৃষক সমিরণ তঞ্চঙ্গ্যা, মিনিপ্রু মারমা, আবুল কালাম সহ কয়েকজন চাষী জানান, খুশিমনে তারা ঘরে তুলছে নতুন ধান। গতবারের চেয়ে এবার ভাল ফলন হয়েছে বলে তারা জানায়। সে সাথে এবারও ধান বিক্রয় করে বেশ লাভবান হবে বলে তারা আশা করছেন। কাপ্তাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ১৫টি ব্লকে ১ হাজার ১শ’ ৭৪ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। যার মধ্যে স্থানীয় জাতের ১৫ হেক্টর এবং বাকী গুলো উফসী জাতের ধানের চাষ হয়েছে। গত বুধবার (২২ নভেম্বর) পর্যন্ত প্রায় ২৫ শতাংশ ধান কর্তন শেষ করা হয়েছে। অবশিষ্ট ধান শীঘ্রই কাটা শেষ হবে বলে জানা গেছে। এদিকে উপজেলার কয়েকটি কৃষি ব্লক পাহাড় বেষ্টিত হওয়ায় পাহাড়ের পাদদেশে জমি গুলোর আমন ধান পরিপক্ক হয়ে গেছে। আর কিছু দিনের মধ্যেই সেসব ধানও কর্তন সমাপ্ত হবে বলে কৃষি অফিস সূত্র জানায়। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা থোয়াইনু চিং মারমা জানান, এবার আমন মৌসুমে কাপ্তাই উপজেলার ১৫টি ব্লকে ১ হাজার ১শ’ ৭৪ হেক্টর জমিতে আমনের চাষ করার লক্ষমাত্রা ছিল। সে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এবারও কাপ্তাই উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে বলা যায়। তাই স্থানীয় কৃষকদের চোখে মুখে হাসি ফুটেছে। এছাড়া আমরা যারা কৃষি বিভাগে কর্মরত রয়েছি, তাদের এই আনন্দ দেখে আমরাও অনেক আনন্দিত। ইতিমধ্যে কৃষকরা আমন ধান কর্তন করে ঘরে তোলা শুরু করেছে বলে তিনি জানান। এদিকে, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এবং বাপ্পা মল্লিক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটা শুরু হয়ে গেছে। এছাড়া আমাদের কৃষি ব্লক গুলোতে কৃষকরা উৎসব মুখর পরিবেশে নিজ নিজ জমি থেকে ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছে। চলতি আমন মৌসুমে উপজেলায় আমন চাষে আমাদের লক্ষ্যমাত্রা পূর্ণ হতে চলেছে। উপজেলা কৃষি বিভাগ থেকে সবসময় কৃষকদের বিভিন্ন পরামর্শ এবং সহায়তা দেওয়া হয়েছে। যেসব ধান কাঁচা রয়েছে সেগুলো গুচ্ছ আকারে তুলে দেওয়ার পরামর্শ দিয়েছি। সূর্যের আলো পেলে এসব ধানগাছ দাঁড়িয়ে যাবে। কৃষি বিভাগে কর্মরতরা এবারও উপজেলায় আমন ধানের বাম্পার ফলনের আশা করছে।