রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ২৪ ঘণ্টার মধ্যে নরমাল ডেলিভারিতে ৭টি শিশুর জন্ম হয়েছে। যা হাসপাতালটির জন্য নতুন রেকর্ড।
নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং চারজন কন্যাশিশু রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রসূতি মায়েরা সকলেই সুস্থ রয়েছেন।
এই ঘটনাটি ঘটেছে রোববার (২৩ মার্চ) কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা এবং গাইনী কনসালটেন্ট ডা. তওফিকুন নাহার মোনার তত্ত্বাবধানে, সিনিয়র স্টাফ নার্স করুনাময়ী তঞ্চঁঙ্গ্যা ও প্রমিলা বিশ্বাসের নেতৃত্বে এই সফল ডেলিভারি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো জানান, শিশুমাতৃমৃত্যুহার কমানোর লক্ষ্যে হাসপাতাল সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ে কঠোরভাবে কাজ করে যাচ্ছে। প্রসূতি মায়েরা হাসপাতালে আসলে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে পরবর্তীতে যোগাযোগ করা হয়। এতে করে তারা সময়মতো হাসপাতালে আসেন এবং বাড়িতে ডেলিভারি না করে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত হয়।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে পার্বত্য কাপ্তাই এলাকার দুর্গম অঞ্চলের রোগীদের জন্য স্বাস্থ্য সেবার বাতিঘর হিসেবে পরিচিত। এই হাসপাতালটি সেখানে বসবাসরত মানুষের জন্য সহজলভ্য এবং কার্যকর স্বাস্থ্য সেবা প্রদান করছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগেও নরমাল ডেলিভারিতে বেশ কয়েকটি শিশুর জন্ম হয়েছে এখানে এবং প্রতিটি মা ও শিশু সুস্থ রয়েছে।