সাংবা‌দিক‌দের উদ্যােগে “নিরাপদ কুতুবদিয়া বিনির্মাণে করণীয় শীর্ষক” আলোচনা সভা

কক্সবাজারের কুতুব‌দিয়ার কর্মরত সাংবা‌দিক‌দের উদ্যােগে নিরাপদ কুতুবদিয়া বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল চারটায় আ‌লোচনা সভা ও ইফতার মাহ‌ফিলে মা‌সিক দ্বীপাঞ্চল প‌ত্রিকার সম্পাদক আকবর খা‌নের সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভার শুরুতে স্বাগত বক্তব‌্য রা‌খেন দৈ‌নিক কক্সবাজার’র স্টাফ‌ রি‌পোর্টার ও দৈ‌নিক আমার‌দেশ পত্রিকার প্রতি‌নি‌ধি এম,এ মান্নান। এতে বক্তব্য রাখেন,উপজেলা সহকা‌রি ক‌মিশনার (ভু‌মি) মোঃ সাদাত হো‌সেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আরমান হো‌সেন, উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি জালাল আহমদ, উপ‌জেলা জামায়া‌তের আমীর আ,স,ম শাহ‌রিয়ার চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরী, কক্সবাজা‌রের সি‌নিয়র সাংবা‌দিক হাসানুর রশীদ, হুমায়ুন সিকদার, কৈয়ার‌বিল ইউ‌পির প‌্যা‌নেল‌ চেয়ারম‌্যান শ‌ফিউল আলম, বৈষম‌্য বি‌রোধী ছাত্র আ‌ন্দোলন ছাত্র প্রতি‌নি‌ধি কাজী তাহ‌মিদ, মৎস‌্য ফেডা‌রেশন সভাপ‌তি আবুল কালাম প্রমূখ।

দৈ‌নিক আজ‌কের পত্রিকা ও এন‌টি‌ভি প্রতি‌নি‌ধি আবুল কা‌শেম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি এহাছান আল কুতুবী, দেশ টিভির জেলা প্রতিনিধি আবদুর রহমান, দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি ইসলাম মাহমুদ, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি এম এ হাছান কুতুবী, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন ও বিজয় টিভির প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির, চ্যানেল এস ও মানবকন্ঠের প্রতিনিধি আনিসুর রহমান হিরো, দৈনিক আজকের কক্সবাজার বার্তার ও দৈনিক পূর্বকোণ এর প্রতিনিধি হাছান মাহমুদ সুজন,দৈনিক আপনকন্ঠের প্রতিনিধি মহিউদ্দীন, দৈনিক বিকাল বার্তার প্রতিনিধি মো হোসাইন প্রমুখ।

বক্তারা দ্বী‌পের নানা সমস‌্যার উ‌র্ধে রে‌খে কুতুব‌দিয়া-মগনামা ‌নিরাপদ চ‌্যা‌নেল পারাপা‌রে ফেরী চালুর জোর দা‌বি জানান ।