চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতি: ৩ ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় রোজার ঈদ ঘিরে বসতবাড়ি ও সড়কে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলছে।

এ অবস্থায় থানা পুলিশ অপরাধী চক্রকে ধরতে দিবারাত্রি অভিযান শুরু করেছে। এরই অংশ হিসেবে চকরিয়া থানা পুলিশ রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টিকারী ও বসতবাড়িতে ডাকাতির ঘটনায় হওয়া মামলার ৩ আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে।

সোমবার(২৪ মার্চ) বিকালে চকরিয়া থানার মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের হাফালিয়াকাটা মুড়াপাড়া (লাল মিয়ার দোকান) এলাকার নুরু সওদাগরের ছেলে আবুল বশর প্রকাশ লালু (২৮), একই এলাকার মোস্তাক আহমদের ছেলে আহমদ হোসাইন (৩৫) ও আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিরা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১নং ওয়ার্ড কাটাখালী গ্রামে সম্প্রতি সংঘটিত বসতবাড়ি ডাকাতির ঘটনায় থানায় রুজুকৃত মামলায় অভিযুক্ত ।

ঘটনার পর থেকে পুলিশ তাদের ধরতে অভিযান শুরু করে। একপর্যায়ে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের একটি টিম বরইতলি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নাশকতা সৃষ্টিকারী, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকবে তাদেরকে এবং ওয়ারেন্টভুক্ত আসামি আটকে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, রোববার রাতে গ্রেপ্তার তিন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।