ঈদগাঁওয়ে গাছ সুরক্ষায় বন বিভাগের পেরেক অপসারণ কর্মসূচি

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজার উত্তর বন বিভাগের উদ্যোগে মাস ব্যাপী গাছ সুরক্ষায় (পেরেক অপসারণ) কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে ঈদগাঁও, মেহেরঘোনা ও ফুলছড়ি রেঞ্জের উদ্দোগে কবি নুরুল হুদা সড়কে বিভিন্ন প্রজাতির গাছ থেকে পেরেক অপসারণ কার্যক্রম শুরু হয়।

সহকারী বন সংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসানের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। এসময় বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান।

বিমল চাকমা বলেন – আমরা শুরু করেছি এটি মাসব্যাপী চলমান থাকবে। গাছের জীবন যেনো ব্যাহত না হয় এরই ফলশ্রুতিতে আমাদের এই কর্মসূচি।

কর্মসূচিতে ঈদগাঁও, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সিপিজি সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।