মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): চন্দ্রঘোনা-কাপ্তাই ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনের টাওয়ারের চুড়া থেকে প্রায় ২০ ফুট অপটিক্যাল ফাইবার ক্যাবল চুরি হয়ে গেছে।
রোববার (২৩ মার্চ) সকালে টাওয়ারটি পর্যবেক্ষণ করতে গেলে চুরির ঘটনা ধরা পড়ে। টাওয়ারের ক্যাবল চুরি ঘটনায় যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগ সচল রাখা হতো সেই সঞ্চালন লাইনটি ঝুঁকির মধ্যে পড়েছে। ঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলাধীন বালুরচর এলাকা সংলগ্ন পাহাড়ের চূড়ায় থাকা কেভি টাউয়ারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ের উপরে অবস্থিত এই টাউয়ারটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০০ মিটার উপরে। ৯২৯নং টাওয়ারটির উপরে থাকা ইন্টাননেট সংযোগ অপটিক্যাল ফাইবার সংযোগ স্থল থেকে এই চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্র ধারণা করছে, দূর্বৃত্তরা দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে এই চুরির ঘটনা ঘটিয়েছে। সেখান থেকে ২০ ফুট অপটিক্যাল ফাইবার ক্যাবল কেটে নিয়ে গেছে। এছাড়া পাহাড়ি এলাকায় এই অপটিক্যাল ফাইবারপর মাধ্যমে ইন্টারনেট সেবা সচল রাখা হতো। দেশে বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যেই দুস্কৃতিকারীরা ১৩২ কেভি টাওয়ারের এত উপর হতে ক্যাবল কেটে নেওয়ার দুঃসাহস দেখিয়েছে বলে সূত্র দাবী করছে।
এবিষয়ে ঘটনারদিন বিকেলে জানতে চাইলে টাওয়ারটির পর্যবেক্ষণ করতে যাওয়া পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের চন্দ্রঘোনা এলাকার সহকারি প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন জানান, রবিবার কেভি টাউয়ার চেক করতে গেলেই চুরির ঘটনাটি লক্ষ করা যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর আগেও পাহাড়ের চুড়ায় থাকা কয়েকটি টাওয়ারে চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে আইন-শৃঙ্খলা জোরদার করা প্রয়োজন বলে তিনি জানায়।
কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।