চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল আনসারী মুজিবকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার(২৫ মার্চ) সকালে পুলিশ তাকে কোটে পাঠিয়েছে।
সোমবার(২৪ মার্চ) আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। বারখাইন ইউনিয়নের সভাপতি হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছিলেন।
তিনি তৈলারদ্বীপ গ্রামের ডাক্তার এম এ মতিন এর পুত্র। আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানায় মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুজিবকে কোর্টে প্রেরণ করা হয়েছে।