কলকারখানার বিষাক্ত বজ্য পড়ছে হালদায়, মা মাছসহ জীববৈচিত্র্য হুমকির মুখে

শফিউল আলম, রাউজান ঃ প্রতিদিন শাখা খালগুলো দিয়ে কলকারখানার নানা দূষিত বর্জ্য হালদায় গিয়ে পড়ছে ।প্রতিদিন শাখা খালগুলো দিয়ে কলকারখানার নানা দূষিত বর্জ্য হালদায় গিয়ে পড়ছে।

প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীর সাথে সংযুক্ত খাল গুলো দিয়ে প্রতিদিন নগরীর অক্সিজেন, বায়োজিদ, চান্দগাও, মোহরা, হাটহাজারীর নন্দীর হাট, হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায় গড়ে উঠা কলকারখানার বিষাক্ত বজ্য হালদা নদীতে গিয়ে পড়ছে। এছাড়া ও রাউজান হাটহাজারী, ফটিকছড়ি উপজেলার গড়ে উঠা ডেইরী ফার্ম, পোল্টি ফার্ম, ইটের ভাটার বিষাক্ত বজ্য প্রতিদিন হালদা নদীর সাথে সংযুক্ত খাল ও ছড়া দিয়ে হালাদা নদীতে পড়েছে।

কলকারখানার বিষাক্ত বজ্য ডেইরী ও পোল্টি ফার্ম এর বিষাক্ত বজ্য হালদা নদীর মা মাছ সহ জীববৈচিত্র হুমকির মুখে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে গত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা। এই নদী হলো রুইসহ বিভিন্ন প্রজাতির কার্প মাছের অবাধ বিচরণ কেন্দ্র। এখানে প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসে মা মাছ ডিম ছাড়ে। হালদা রিসার্চ ল্যাবরেটরি সূত্র জানায়, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদায় ৪৫টি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন মারা গেছে। মারা গেছে শতাধিক মা মাছ। এর মধ্যে অধিকাংশ ডলফিন এবং মা মাছ আঘাত, শ্বাসকষ্ট ও দূষণের কারণে মৃত্যু হয়েছে বলে কারণ হিসেবে চিহ্নিত করেছেহালদা রিসার্চ ল্যাবরেটরি।

এ বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. শফিকুল ইসলাম বাংলা বলেন, মা মাছ ও একটি ডলফিনের মৃত্যু অশনি সংকেত। বর্তমানে নদীদূষণের চিত্র ভয়াবহ হয়ে উঠেছে। এর পাশাপাশি হালদা মৎস্য প্রজননক্ষেত্র ধ্বংসের জন্য দায়ী মানবসৃষ্ট দূষণ।’

হালদা নদীর সঙ্গে সংযুক্ত অসংখ্য শাখা খাল আছে জানিয়ে ড. শফিকুল ইসলাম বলেন, ‘এর মধ্যে ১৬টি শাখা খাল আছে সবচেয়ে বড়। যেগুলো দিয়ে প্রতিনিয়ত কলকারখানার নানা দূষিত বর্জ্য হালদায় পড়ছে। বিশেষ করে মদুনাঘাট থেকে মোহরা পর্যন্ত তিনটি খাল দূষণ ভয়াবহ হয়ে উঠেছে। কাটাখালী খাল, ব্রাহ্মণশাহী খাল ও খন্দকিয়া খাল হয়ে দূষিত বর্জ্য হালদায় এসে পড়ছে। অনেকগুলো কলকারখানায় ব্যবহৃত কেমিক্যালযুক্ত পানি ও বর্জ্য নদীতে সরাসরি আসছে। সেইসঙ্গে ট্যানারির বিষাক্ত বর্জ্য, শিল্পবর্জ্য, পোল্ট্রিবর্জ্য, গৃহস্থালী ও মানববর্জ্যও এসে পড়ছে নদীতে। এ ছাড়া হালদা এবং শাখা খালে অবৈধভাবে জাল, বড়শি ও বিষ দিয়ে মাছ নিধন এবং অবৈধ বালু উত্তোলনের প্রভাব পড়েছে। এসব কারনে হালদা নদীর মা মাছ জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে