বাঁশখালীতে ২ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে মোবাইল ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালীপুর ইউনিয়নের মোহাম্মদ দিঘীরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- বাঁশখালীর কালীপুর ইউনিয়নের এয়ার মোহাম্মদপাড়া এলাকার মোহাম্মদ আজগর (৪৫) ও বোয়ালখালীর পোপাদিয়ার কায়ছার মোহাম্মদ পাভেল (৩০)।

পুলিশ জানায়, বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কের কালীপুর মোহাম্মদ দীঘিরপাড় নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে তিনটি মোবাইল ও নগদ ৫ হাজার ৩২০ টাকা ছিনতাই করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে বাঁশখালী থানার এসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করে জনতা।

পুলিশ আরও জানায়, আটকদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে জড়িত ১টি সুইচগিয়ার, ১টি ছোরা, ১টি হাতুড়ি ও নগদ ২০০০ হাজার টাকা উদ্ধার করে।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ জানান, ছিনতাইকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।