মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃনং- (বি)-১৮৮৬ কাপ্তাই শাখা কর্তৃক ঢাকায় দুই শ্রমিক নেতার ওপর সন্ত্রাসী হামলা ও ইফতার মাহফিল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে।
রবিবার (২৩ মার্চ) বেলা ১০টায় কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ ভারতে পলাতক আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর সাবেক শ্রমিকলীগ নেতা সহ কতিপয়রা মিলে ঢাকা মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তালুকদার এবং মহানগর নেতা খলিলুর রহমানের ওপর গুপ্ত হামলা এবং বিউবো প্রশাসন কর্তৃক আদেশ জারির মাধ্যমে সারাদেশে ইফতার মাহফিল বন্ধ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদ জানায়।
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সভাপতি মো. বেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। ইউনিয়নের সহ-সভাপতি কবিরুল ইসলাম কবিরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম, আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মো বেলায়েত হোসেন, যুগ্ন সম্পাদক কাজী আবদুল হান্নান, মাহাবুব রহমান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, সাজ্জাদুল ইসলাম চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মো.শহিদুল ইসলাম ও দিদার হোসেন ভূইয়া রিপন প্রমুখ। সভায় সভাপতি ও সম্পাদক বলেন, আ’লীগের দোসরা দীর্ঘ ১৭বছর আমাদের ওপর নির্যাতন নিপিড়ন করেছে। আর এখন চোরাগোপ্তা হামলা করছে। এদের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের সচেতন থাকার আহবান জানান তারা। পরে কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের নিকট একটি স্মারকলিপি প্রদান করে।