ঈদগাঁওয়ে খালের পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ( ২৪ মার্চ) বিকেলে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাহারছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, একই এলাকার ইউসুফ নবীর কন্য রিয়া মনি (১০), মনজুর আলমের কন্যা মরিয়ম (৯) ও জাফর আলমের কন্যা তসলিমা (৯)। তারা পরস্পর চাচাত-জেঠাত বোন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিকেলের দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহারছড়া গ্রামের ৩ কন্যা শিশু খালে গোসল করতে যায়। দীর্ঘ সময় পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করে। না পেয়ে সন্ধ্যার দিকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মসিউর রহমান জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনায় থানায় তিনটি অপমুত্যুর মামলা হয়েছে।