মিরসরাইয়ে বিএনপি’র তিন ইউনিটে কমিটি গঠনের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হামলা-ভাংচুর, আহত ৯

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রামের মিরসরাই উপজেলা, পৌর শাখা ও বারইয়ারহাট পৌর শাখার আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, হামলা ও ভাংচুর করেছেন প্রতিপক্ষ।

সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত তিনটি ইউনিটের আহবায়ক কমিটি অনুমোদন দেন। এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর রাত ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা-কর্মী আহত হয়েছে। উপজেলার বারইয়ারহাট পৌরসভা, বামনসুন্দর বাজার, ঝুলনপোল বাজার, বড়তাকিয়া বাজার, আবুতোরাব বাজার, মিরসরাই পৌরসভায় বিক্ষোভ মিছিল ও হামলার ঘটনা ঘটেছে। পৌর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয়ে হামলায় আহত হয়েছেন ৪ জন। আহতরা হলেন, রাশেদ, সোহাগ, শাকিল আহদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে পাঠানো হয়েছে। কাটাছরায় হামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদ, যুবদল নেতা কামরুল সহ ৫ জন আহত হয়েছে।

মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটন জানান, সোমবার রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আমার কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় তাদের হামলায় ৪জন আহত হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য ওমর শরীফ বলেন, কমিটি গঠনের পর বামনসুন্দর বাজারে হামলায় স্বেচ্ছাসেবক দলের কাটাছরা ইউনিয়ন বিএনপির আহবায়ক সহ ৫ জন আহত হয়েছে।

মিরসরাই পৌর কমিটির নবনির্বাচিত সদস্য সচিবের কার্যালয়ে হামলায় বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হামলার বিষয়ে আমি জেনেছি। পুলিশের টিম ঘটনাস্থলে আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বিএনপি কমিটি গঠনের পর বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। সব স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।