ফ্রেন্ডস এসোসিয়েশনের পিকনিক ও ফ্রেন্ডস কো-অপারেটিভের এ জি এম অনুষ্ঠিত

আনন্দঘন পরিবেশে বন্ধু সংগঠন “ফ্রেন্ডস এসোসিয়েশন” এর উদ্যোগে বন্ধু পরিবার নিয়ে রাঙামাটি পলওয়েল পার্ক ও আরণ্যক রিসোর্ট এ পিকনিক ও কো-অপারেটিভের এ জি এম অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে রিগ্যান আসগর বলেন ৯ম বারের মত আমরা মিলিত হয়েছি বন্ধুদের মিলনমেলায়, সফল, সুন্দর জমকালো এক আয়োজন উপহার দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমরা শুধুমাত্র পিকনিক বা আনন্দ আয়োজনে সীমাবদ্ব না থেকে সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিজেদের দায়বদ্ধতা বজায় রেখে এভাবেই এগিয়ে যাব ইনশাআল্লাহ।