কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর উদ্যোগে ‘কক্সবাজার অঞ্চলের রাখাইন সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতির বর্তমান অবস্থা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এলজিইডি-এর কনফারেন্স রুমে রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। কর্মশালার সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।

স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন এলজিইডি, কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন) ড. খিলফাত জাহান যুবাইরাহ্।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। কর্মশালার প্রথম আলোচক ছিলেন হ্নীলা, টেকনাফের লেদা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ছেন টিং।

তিনি রাখাইন সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি চর্চার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন।
দ্বিতীয় আলোচক ছিলেন সেইভ দ্য চিলড্রেন কক্সবাজার অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ মোস্তফা ফিরোজ ভুঁইয়া। তিনি রাখাইন ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের উপায় নিয়ে বক্তব্য রাখেন। এ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মং হলা চিং, কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতির রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আদিবাসী ফোরামের সদস্য, এনজিও কর্মী, সাংবাদিকসহ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।