বিএনপি সরকার গঠন করলে প্রথম মেগা প্রকল্প হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেইনে উন্নীতকরণ — সালাহ উদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে প্রথম মেগা উন্নয়ন প্রকল্প হিসেবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেইনে উন্নীত করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

তিনি ৬ ডিসেম্বার (শনিবার) চকরিয়া বিএনপি’র উদ্যোগে আয়োজিত পথসভায় বলেন, “এই মহাসড়ক হবে দেশের পর্যটন, বাণিজ্য ও অর্থনীতির লাইফলাইন। এতদিন এই গুরুত্বপূর্ণ সড়ক অবহেলিত ছিল। বিএনপি সরকারে এলে অগ্রাধিকার ভিত্তিতে এর আধুনিকায়ন করা হবে।”

সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে এবং নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে এই মহাসড়ক ছয় লেনে উন্নীত করার বিকল্প নেই। এতে একদিকে বাণিজ্য সম্প্রসারিত হবে, অন্যদিকে পর্যটন খাতেও বিপ্লব ঘটবে।