৫ আগস্টের বিজয় যাতে নস্যাৎ করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে: এরশাদ উল্লাহ

১৩ মার্চ নবগঠিত জাতীয়তাবাদী মহিলা দল চাঁন্দগাও থানার সভাপতি রানী বেগম ও সাধারণ সম্পাদিকা নাজমা বেগমের নেতৃত্বে থানা নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন ৫ আগস্টের এর কষ্টার্জিত বিজয় যাতে কেউ নস্যাৎ ও ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে তার জন্য সবায় কে সজাগ থাকতে হবে। পরাজিত শক্তিরা বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করছে।

এরশাদ উল্লাহ মহিলা দল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে তৃণমূল থেকে দলকে সংগঠিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত কে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি নবগঠিত চান্দগাঁও থানা মহিলা দল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হারুন জামান, সদস্য জাফর আহমদ মহিলা দল নেত্রী আঞ্জুমান আরা বেগম রিতা, নুরজাহান বেগম, রোজি আক্তার, জাহানারা খানম নিশু, ফারজানা আক্তার প্রমুখ। মহিলা দল নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে এরশাদ উল্লাহ কে শুভেচ্ছা জানান