হকির যে-কোনো পর্যায়ে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। আর প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে ‘চ্যালেঞ্জার্স কাপ’-এর ট্রফি জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার (৮ ডিসেম্বর) ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম। একটি করে গোল করেছেন রাকিবুল হাসান ও হোজাইফা হোসেন। অন্যদিকে ৬ ম্যাচের ৫টিতেই হ্যাটট্রিক করলেন আমিরুল।

গ্রুপ পর্ব থেকে বাদ হওয়া শেষ ৮ দল নিয়ে স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে নাম দিয়েছে ‘চ্যালেঞ্জার্স ট্রফি’। সেখানেই নিজেদের সবশেষ ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে এই ট্রফি জেতে বাংলাদেশ।
শেষ কোয়ার্টারে একের পর এক আক্রমণে বাংলাদেশ শিবিরে ভীতি ছড়ায় অস্ট্রিয়া। ৯টি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ইউরোপের দলটি। যার মধ্যে গোল পায় তিনটিতে। তারপরও ৫-৪ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে টার্ফে খেলতে নামে বাংলাদেশ। খেলার পাঁচ মিনিটে দুটি পেনাল্টি কর্নার পায় অস্ট্রিয়া। তবে বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি তারা। প্রথম কোয়ার্টারের শেষ দিকে বাংলাদেশও পায় দুটি পেনাল্টি কর্নার। দ্বিতীয় পেনাল্টি কর্নার কাজে লাগান আমিরুল ইসলাম। তার গোলে লিড নেয় বাংলাদেশ।
২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন হুজাইফা হোসেন। পরে আরও দুটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে ফিল্ড গোলে ব্যবধান ৩-০ করেন রাকিবুল হাসান রকি। এই কোয়ার্টারে দুটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু তাতে কোনো গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। ৪৪ মিনিটে ১ গোল শোধ করেন আন্দোর লোসোনসি।
শেষ কোয়ার্টারে বাংলাদেশের ওপর একের পর এক চাপ তৈরি করতে থাকে অস্ট্রিয়া। ৫০ ও ৫২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল। বিশ্বকাপে এটি তার পঞ্চম হ্যাটট্রিক, সবমিলিয়ে গোল করেছেন ১৮টি। যা টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ।
আমিরুলের হ্যাটট্রিকের পরও বাংলাদেশকে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়। শেষ কোয়ার্টারে ৯ পেনাল্টি কর্নার পাওয়া অস্ট্রিয়ার হয়ে ৩ গোল করেন কেলনার বেঞ্জামিন, কায়সার জুলিয়ান ও নিকোউইয়াক মাতেউসজ। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। সেই সাথে বাংলাদেশ শিবিরে যোগ প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে ট্রফি জয়ের আনন্দ।










