বৃহত্তর কুমিল্লা সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল

বৃহত্তর কুমিল্লা সমিতি চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সমিতির সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে গত ১৪ ই মার্চ চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুইট হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা, উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান।

সমিতিন সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মোল্লার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক উপসচিব কাজী নাজিমুল ইসলাম, কুমিল্লা জেলা সমিতির প্রধান উপদেষ্টা কবির উদ্দীন ভুঁইয়া, বৃহত্তর কুমিল্লা সমিতি চট্টগ্রামের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, উপদেষ্টা লায়ন ডাঃ সুভাষ চন্দ্র সুত্রধর।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি গোলাম মহিউদ্দীন বাবুল, সহ সভাপতি শাহ আলম, খন্দকার মোঃ বিল্লাল হোসেন, সাংগাঠনিক সম্পাদক মোস্তাফা তালুকদার, ক্রীড়া সম্পাদক ফজলুর রহমান মজুমদান স্বপন, নির্বাহী সদস্য এড.আহসান উল্লাহ, মোশাররফ হোসেন মজুমদার, ইউছুফ মজুমদার, শাহ আলম, মোস্তাফা তালুকদার, জসিম উদ্দীন প্রমুখ। এতে দোয়া ও মুনাজাত করেন কাজী নাদিরুজ্জামান।