চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) কারাবন্দি এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে রবিবার (১৬ মার্চ) মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু।
তিনি গণমাধ্যমকে বলেন, ফজলে করিম চৌধুরীর দুই ছেলে দেশত্যাগ করতে পারেন এমন তথ্য রয়েছে দুদকের কাছে। এই কারণে দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে।
তিনি আরও বলেন, রিজোয়ানা ইউসুফের সঙ্গে ফজলে করিমের ২০০২ সালের ১১ ফেব্রুয়ারি বিবাহ বিচ্ছেদ হয়। এ কারণে শুধু দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।
সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, বিদেশে টাকা পাচারসহ তার ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া, দরপত্র নিয়ে বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান করছে দুদক।