রাউজানে খালের ছড়া বাঁধ দিয়ে কৃষিজমি ভরাট, জলাবদ্ধতার আশঙ্কায় এলাকাবাসীর ক্ষোভ

শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাটের পশ্চিম পাশে একটি খালের ছড়া বাঁধ দিয়ে কৃষিজমি ভরাটের অভিযোগ উঠেছে।

শনিবার (৬ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাকৃতিক জলপ্রবাহের পথ বন্ধ করে ছড়ার মাঝখানে বাঁধ দিয়ে মাটি ফেলা হচ্ছে। ফলে ধীরে ধীরে জমি উঁচু হয়ে উঠছে এবং পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাল ও ছড়া ভরাটের কারণে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা তৈরি হবে। আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি জলাবদ্ধতার ঝুঁকিতে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর।

এ বিষয়ে কৃষিজমি ভরাটের সঙ্গে জড়িত সাবেক ইউপি সদস্য হানিফের কাছে জানতে চাইলে তিনি দায় স্বীকার করেননি। তিনি বলেন, জমিটি আমার নয়, এক আত্মীয়ের। তিনি ভরাট করছেন। প্রশাসনের অনুমতি আছে কি নাএমন প্রশ্নে তিনি জানান, অনুমতি নেওয়া হয়নি।

রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন,খাল ও জলাধার ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।