ফটিকছড়িতে ৩টি অবৈধ ইট ভাটার মালিককে ৭ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে অবৈধ তিনটি ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ মার্চ) দুপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ভূজপুর হারুয়ালছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ কর্মকর্তা আশরাফ উদ্দিন, ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভূজপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত অভিযানে উপজেলার হারুয়ালছড়ি লম্বাবিল এলাকার মেসার্স বাংলা বাজার ব্রিকসকে ২ লাখ টাকা, ও মেসার্স ন্যশনাল ব্রিকসকে ২ লাখ টাকা এবং ভূজপুর থানার পাশে গড়ে উঠা মেসার্স ফটিকছড়ি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ভূজপুর ও হারুয়ালছড়িতে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় ৩ টি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর।