সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ছাত্রদল সাবেক সদস্য সচিব আনিসুর রহমানের অব্যহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ঈদগাঁও উপজেলা ছাত্রদল সাবেক সদস্য সচিব আনিসুর রহমানের দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছিল। তবে তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ অব্যহতি প্রত্যাহার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আনিসের অব্যহতি প্রত্যাহার করায় এখন থেকে উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
অব্যহতি প্রত্যাহারের পর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আনিসুর রহমান বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











