নাজিরহাট ফুড ব্যাংকের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

উপজেলার নাজিরহাট পৌরসভার আওতাধীন “নাজিরহাট ফুড ব্যাংকের উদ্যোগে আজ (সোমবার) বিকালে গরীব-দুস্থ ও ভবঘুরে মানুষের মধ্যে আবারও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বিকালে নাজিরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
নাজিরহাট পৌর মেয়র এস এম সিরাজ উদ দৌলা, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি,সম্পাদক যথাক্রমে আলহাজ্ব নাসির উদ্দিন চৌধুরী ও শাহ জালাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সংগঠন সরকারী স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্য সামগ্রী প্রদান করে।