‘খাজা গরীবে নেওয়াজের বদান্যতায় উপমহাদেশে ইসলাম ধর্মের সূচনা ঘটে’

খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) রাসূলে পাক (দ.) নির্দেশে ইসলাম প্রচারের জন্য ভারতে আগমন করেন। তিনি জোরজবরদস্তি না করে নিজের নৈতিকতা, সেবা, এবং আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়াত দেন। তাঁর বদান্যতায় উপমহাদেশে ইসলামের সূচনা ঘটে।
তাঁর মিশনের মূল ভিত্তি ছিল যালিমের বিরুদ্ধে মজলুমের মুক্তির সংগ্রাম এবং ইসলামের সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের আদর্শ। তাঁর দাওয়াতের ফলে ৯০ লক্ষ মানুষ পৌত্তলিকতা ত্যাগ করে ইসলাম গ্রহণ করে এবং ভারতে ইসলামের প্রসারে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে আছে। সেই থেকে আজ পর্যন্ত খাজায়ে খাজেগান, আতায়ে রাসুল, খাজা মঈনুদ্দীন চিশতী আজমীরী (রহ.)’র দরবারে গিয়ে কেউ খালি হাতে ফিরেনি। গত ১৫ নভেম্বর ২০২৫ইং রোজ শনিবার আন্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া চট্টগ্রাম মহানগর শাখা’র উদ্যোগে পুরাতন টি এন্ড টি রোডস্থ খানকায়ে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া আলিয়ায় গাউছে যমান, মোর্শেদে বরহক, আল্লামা শাহসূফি মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী (রহ)’র মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিলে ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফের সাজ্জাদানশীন পীরে তরীক্বত হযরতুলহাজ্ব আল্লামা শাহ্ সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী (মাঃজিঃআঃ) সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সুদূর ভারত আজমীর শরীফ থেকে আগত খাজা গরীবে নেওয়াজের দরবার শরীফের খাদেম সৈয়্যদ কামাল উদ্দিন চিশতী, সৈয়্যদ মঈনুদ্দীন চিশতী, শাহজাদা সৈয়্যদ আলী ইয়াওর চিশতী। আলোচক হিসেবে ছিলেন মাওলানা ইয়াছিন আনসারী আল মাদানী,ছিপাতলী গাউছিয়া মূঈনিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মঈনুদ্দিন খাঁন মামুন আল কাদেরী, ছিপাতলী গাউছিয়া মূঈনিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফখরুদ্দীন চাঁদপুরী, মাওলানা আব্দুন নবী আজিজী, মাওলানা কামাল উদ্দিন কাদেরী, মাওলানা আব্দুন নবী আল কাদেরী,শাহজাদা মাওলানা গোলাম মঈনুদ্দীন আল কাদেরী সহ অসংখ্য আলেম, ওলামা, আশেক ভক্তগণের উপস্থিতিতে মিলাদ কিয়াম, তাবারুক বিতরণ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।