পহেলা অগ্রহায়ণ আজ

মির্জা ইমতিয়াজ শাওন:: কার্তিকের পর এসেছে কৃষকের হাসি ফোটানো অগ্রহায়ণ। হেমন্তের মাঝামাঝি সারা দেশে শুরু হয়েছে নবান্ন উৎসব। নবান্ন হচ্ছে হেমন্তের প্রাণ। এর সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের সংস্কৃতি। পহেলা অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ আজ (বৃহস্পতিবার) বাঙালির চিরায়ত উৎসবের দিন, নবান্ন উৎসব। কৃষক ঘরে তোলে নতুন ফসল, অগ্রহায়ণ আর পৌষে বাঙালির ঘরে ঘরে পিঠা-পায়েসের ধুম পড়ে। উৎসবের আমেজ চারপাশে এক সময় গ্রামেই ধুমধামে এ উৎসব উদযাপন করা হতো, এখন শহরেও ছড়িয়ে পড়েছে এর আবহ।
বাঙালির বারো মাসে তেরো পার্বন তাই গ্রামবাংলার এ পার্বনগুলোর মধ্যে নবান্ন উৎসবও একটি। প্রতিবছর অগ্রহায়ণ মাস এলেই নতুন ফসল ঘরে তুলে অভাব অনটন ভুলে গিয়ে কৃষকের মুখে ফোটে তৃপ্তির হাসি। বাংলার এ উৎসবের আবহ গ্রামের গণ্ডি পেরিয়ে এখন ছড়িয়ে পড়েছে নগর জীবনেও।