লামায় বন্দুকসহ সাজাপ্রাপ্ত আসামী আটক

পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের লামা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একনলা বন্দুকসহ কাইংপা মুরুং (৪৯) নামের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত দুইটায় উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা লামা সদর ইউনিয়নের চংবট মুরুং পাড়াস্থ কাইংপা মুরুংয়েরে মাচাংঘরে অভিযান চালিয়ে তাকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাইংপা মুরুং একই এলাকার মৃত বালাই মুরুং-এর ছেলে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে লামা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাতে আসামি কাইংপা মুরুং-এর ঘরে অভিযান চালানো হয়।

এ সময় তার ঘর থেকে ১টি দেশীয় তৈরি ট্রিগার সংযুক্ত সচল একনলা বন্দুক উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আলীকদম থানায় অস্ত্র আইনে দায়ের করা একটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং একই থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংক্রান্ত অপর একটি জিআর মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে লামা থানায় মামলা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।