ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের পুরোধা মাস্টার দা সূর্য সেনের ৯৩তম ফাঁসি দিবসে সোমবার (১২ জানুয়ারি) সকাল ৮টায় চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল প্রাঙ্গণে মাস্টার দা’র আবক্ষ ভাস্কর্যে শ্রদ্বার্ঘ্য নিবেদন করেন দি চিটাগাং এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এই সময় উপস্থিত ছিলেন শ্যামল কুমার পালিত, অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, বিশ্বজিৎ পালিত, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, অধ্যাপক শিপুল দে, লায়ন রিমন কান্তি মুহুরী প্রমুখ।












