মিরসরাইয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নুরুল আমিন বলেন, ‘বিএনপির নাম দিয়ে কেউ অন্যায় করতে পারবে না। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদকের সাথে জড়িতদের ধানের শীষের নির্বাচন থেকে দূরে থাকার নির্দেশ দিচ্ছি। ভোট করতে হলে মাদক ব্যবসা ও সেবন ছাড়তে হবে। নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য সব মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমৃত্যু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচার শেখ হাসিনা মিথ্যা অভিযোগে তাকে কারাগারে আটকে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তার মৃত্যুতে গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন আপসহীন নেত্রী। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করেন।’
ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক মো. গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও আনসার আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দিন মাহমুদ, অধ্যাপক মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, আবুল হাশেম, বিএনপি নেতা নুর মোহাম্মদ, থানা যুবদলের সভাপতি কামাল উদ্দিন, বিএনপি নেতা আবদুর রহিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ।