ফিৎনার যুগে তাসাউফ তথা তরিকত চর্চার মাধ্যমেই শান্তি ও মুক্তি নিশ্চিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ নবগঠিত ৪ নং চান্দগাঁও ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান ১১ জানুয়ারি নগরির বহদ্দারহাটস্ত এ আর কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বে ধর্মের নামে অধর্ম চর্চা, দুনিয়াবি লোভ লালসায় পড়ে ইসলাম ধর্মকে বিতর্ক করা, ধর্মকে মানুসের মাঝে হাসি-তামাশা পাত্র করে বিশ্বের দরবারে ইসলামকে বিতর্ক করার এক নীল নকশার চক্রান্তের আভাস পরিলক্ষিত হচ্ছে। এই ফিতনার যুগে তাসাউফ তথা সত্যিকার বরহক তরিকত চর্চার মাধ্যমেই সরলমনা মুসলমানদের শান্তি ও মুক্তি নিশ্চিত হবে বলে বক্তারা উল্লেখ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ফাইন্যান্স সেক্রেটারি ও কেন্দ্রীয় গাউসিয়া কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্ট, সদস্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আলহাজ্ব মাহমুদ নেওয়াজ। প্রধান বক্তা ছিলেন আনজুমান ক্যাবিনেট মেম্বার ও সদস্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আলহাজ্ব মুহাম্মদ হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্ট সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা গাউসিয়া কমিটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম কোম্পানি। চান্দগাঁও থানা গাউসিয়া কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সচিব ও দাওয়াতে খায়র মুআল্লীম মাওলানা মুহাম্মদ ইমরান হাসান আল কাদেরী, ৫ নং মোহরা ওয়ার্ড কমিটির সভাপতি মুহাম্মদ লোকমান কোম্পানি ,৬ নং ওয়ার্ড কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আলম।

বক্তব্য রাখেন নবগঠিত ওয়ার্ড কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জালাল উদ্দিন মানিক, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল মনসুর সিকদার, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জয়নাল আবেদীন, সহ-সভাপতি মুহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ সাইফুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোলাইমান পিনু, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ হোসাইন আলী পারভেজ, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ তসলিম উদ্দিন আল কাদেরী, সহ দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক,মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ আলী, মোহাম্মদ নবী, মুহাম্মদ এস্কান্দার চৌধুরী, করিম উল্লাহ চৌধুরী, মোহাম্মদ সাকিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ মাহাবুবুল আলম ও ৪ নং ওয়ার্ড আওতাধীন ৪১ টি ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম সাগর। শপথ বাক্য পাঠ করান থানা কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ হাশেম। অনুষ্ঠানে সংগঠন ও জামেয়া-আনজুমানের খেদমতে উল্লেখযোগ্য খেদমতের করায় বিভিন্ন ইউনিট কে ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট, ওয়ার্ড নেতৃবৃন্দের সুন্দর উপস্থিতির জন্য ধন্যবাদ জানানো হয়। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি দেশ ও জাতির মঙ্গল অগ্রগতি কামনা করে মিলাদ কিয়াম ও মুনাজাত করা হয়।