প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

গত ৮ নভেম্বর সকাল ০৯ ঘটিকায় চট্টগ্রামস্থ গরীবুল্লাহ হাউজিং সোসাইটি ঢেবারপাড় তেল কোম্পানীর বাড়িতে সন্ত্রাসী মীর জহিরের নেতৃত্বে ৩০/৩৫ জন অবৈধ অনুপ্রবেশকারী বসতবাড়িতে ঢুকে হামলা ও লুটপাট করে উচ্ছেদের চেষ্ঠা এবং প্রাণ নাশের হুমকির প্রতিবাদে বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় তেল কোম্পানীর বাড়ির মালিক আহমেদ হোসেন ও তার পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবারের পক্ষে আহমদ হোসেন, আয়েশা ছিদ্দিকা, হোসেন মুহাম্মদ মাঈনুদ্দীন, হোসেন মুহাম্মদ সাইফুদ্দীন, সৈয়দ হোসেন, নবী হোসেন, রহিম আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত সংবাদ সম্মেলনে সন্ত্রাসী মীর জহির ও তার অনুসারীদের দ্রুত পুনরায় গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং আমাদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান।