২০২৬ সালের শিক্ষাবর্ষে চন্দনাইশ কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক ছবক অনুষ্ঠান ও অভিভাবক সভা ৭ জানুয়ারী (বুধবার) সকালে অত্যন্ত সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ম্যানেজিং কমিটির সভাপতি শায়খুল ফিকহ্ আল্লামা অধ্যক্ষ মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফী (মা:জি:আ)’র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মাদ্রাসার আজীবন দাতা, শিক্ষানুরাগী মুহাম্মদ আরমানুর রশিদ।
প্রধান অতিথি ছিলেন-সমাজসেবক শিক্ষানুরাগী ও গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পীরজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ রুহুল আমিন আনোয়ারী (মা:জি:আ), আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম।

মাস্টার মুহাম্মদ সোলাইমানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন-মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহ,মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলাম,ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য জিএম শাহাদত হোসাইন মানিক। বক্তব্য রাখেন-মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, মুহাম্মদ রমিজ উদ্দীন, মুহাম্মদ আবদুল মুবিন, অভিভাবক সদস্য এম.এ ছবুর, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ ফরহাদ হোসেন রনি, মুহাম্মদ আলম, ইয়াছমিন আকতার, আহমদ কবির, হানিফা বেগম, মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন কাতেবী, শিক্ষক ও কর্মকতাবৃন্দ যথাক্রমে মাস্টার মুহাম্মদ সোলাইমান, মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন মজিদী, মাস্টার মুহাম্মদ মতিউর রহমান, শারমিন সুলতানা, কাজী মুহাম্মদ আবদুর রহিম, রুনা আকতার, মাওলানা হাফেজ ক্বারী মুহাম্মদ নেজাম উদ্দীন নঈমী, মুহাম্মদ মহিবুল্লাহ, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ ফোরকান, পিংকি আকতার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (দরূদ)’র মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, নৈতিক ও চারিত্রিক উন্নয়ন এবং শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আদব-আখলাক ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ছবক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি অভিভাবক সভায় শিক্ষার্থীদের পড়াশোনা, উপস্থিতি, আচরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করা হয়। অভিভাবকগণ মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দিনে দ্বীনি ও দুনিয়াবি শিক্ষায় আরও সাফল্য অর্জন করবে।












