সিভাসু’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘২৪-‘২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল(শুক্রবার) সকাল ১১টায় সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের মতো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কেন্দ্রেও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সিভাসু কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সিভাসু’র রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম জানান, সিভাসু কেন্দ্র মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ১৫০ জন। উপস্থিত ছিল ১ হাজার ৯৪০ জন। উপস্থিতির হার ছিল ৯০.২৩ শতাংশ।