‘পীর আউলিয়াগণের জীবনাদর্শই ইসলামের প্রকৃত রূপরেখা’

দারুল মদিনা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ নঈমুল ইসলাম বলেন, ইসলাম শান্তি, সাম্য ও প্রেমের ধর্ম। সন্ত্রাসবাদ, উগ্রতা ও আধিপত্যবাদ ইসলাম অনুমোদন করে না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষে এসে পীর আউলিয়াগণ সাম্য ও উদারতার বাণী প্রচার করেই ভারতীয় উপমহাদেশের লাখো মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিলেন। পীর আউলিয়াগণের জীবনাদর্শই ইসলামের প্রকৃত রূপরেখা। তাদের দেখানে পথে মতে চলে ও তাদের মত করে ভালবাসা দিয়েই ইসলামের বাণী সর্বস্থরে পৌছাতে হবে। তিনি তরুণ সমাজকে পীর আউলিয়াদের জীবনী পড়ার ও সেভাবে জীবন গড়ার তাগিদ দেন। আজ ২২ মার্চ শুক্রবার বিকেলে হাটহাজারীস্থ জাগৃতি’র নুরুল আলম চৌধুরী অডিটোরিয়ামে ফুটন্ত ফুলের আসর হাটহাজারী উপজেলার ব্যবস্থাপনায় ইসলাম প্রচারে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) ও ইমামে আহলে সুন্নত আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) এর অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ফুটন্ত ফুলের আসর এর সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন জিষারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী দারুল মদিনা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন ফটিকছড়ি গোলতাজ মেমোরিয়াল কলেজের অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি’র প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন রজভীয়া নূরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ওমর ফারুক রেযা, মাওলানা সেলিম উদ্দিন মাইজভান্ডারি, ওসমান গণি বাবলু, নাছির উদ্দিন রুবেল, মিজানুর রহমান, সাহেদুল আলম, শাহেদ উদ্দিন, মিজানুর রহমান মুন্না প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মাদ জয়নাল আবেদিন সাজ্জাদ। শুরুতে কেরাত, নাতে রাসুল (দ.) ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন যথাক্রমে মুহাম্মদ আরিফ উদ্দিন, জাবেদুল আলম ও মিজানুর রহমান।