শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, যেকোনো ভাবে রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।
গত দের বছর সকল ধর্মের মানুষ সহাবস্থানে ছিল। কিন্তু কয়েকটি হিন্দু ধর্মাবলম্বীর ঘরে বাহির থেকে হুক লাগিয়ে আগুন দেওয়ার ঘটনা সম্প্রীতি বিনষ্ট করা ছাড়া কিছুই না। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য হিন্দুদের ঘরে আগুন দেওয়ার ঘটনা গুলো ঘটিয়েছে। আমরা এসব আগুনের ঘটনা আর হতে দেবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী উল্লেখ করে বলেন, এ দেশের মানুষ কোন দিন খালেদা জিয়া ভুলবে না।

তিনি মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ ওয়াহেদর খীল এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মুহুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রাসেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, এস.এম. শফি, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মদ মেম্বার, আবু বক্কর চৌধুরী, শাহ আলম মেম্বার, সৈয়দ মঞ্জরুল হক মঞ্জু, রেজাউল রহিম আজম, দিদারুল আলম, সাবের সুলতান কাজল, আবদুল মন্নান মনি, জসিম উদ্দিন, সৈয়দ তৌহিদুল আলম, ইকরাম হোসেন সাব্বির প্রমুখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ বখতিয়ার আলম ফকির।












