শফিউল আলম, রাউজান ঃ রাউজানে চারণ কবি মরহুম সৈয়দ সালেহ আহমদ মাস্টারের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে।
১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ওয়াহেদরখীল এলাকায় মরহুমের সুযোগ্য সন্তান ও প্রবীণ বিএনপি নেতা এস এম শফি এ কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা রফিক সওদাগর, চট্টগ্রাম-রাঙ্গামাটি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন কোম্পানি, বিএনপি নেতা বদিউল আলম বদি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুবদল নেতা হাফিজুর রহমান, মহরম মিয়া মোহাম্মদ শাকিল, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ আবির সহ আরো অনেকেই। এতে কয়েক শতাধিক নারী পুরুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

প্রবীণ বিএনপি নেতা কবি পুত্র এস এম শফি বলেন, রাউজানে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় আমার পিতা মরহুম কবি সালেহ আহমদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে শীতার্ত গরীব অসহায় পাঁচশত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আমার পিতা পাকিস্তান জাতীয় সংসদের স্পীকার অস্থায়ী রাস্ট্রপতি মরহুম ফজলুল কাদের চৌধুরী ঘনিষ্ঠ সহচর ছিলেন।
বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক বলেন, বিএনপি নেতা এস.এম শফি মানবিক মানুষ। তিনি কনকনে শীতে কম্বল বিতরণ করে মানুষের পাশে দাঁড়িয়েছেন।












