করোনা মোকাবেলা চসিক প্রকল্প এলাকার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প এলাকায় কাজে নিয়োজিত শ্রমিক-সুপারভাইজারদের কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে সচেতন করতে গত শনিবার সকালে দক্ষিণ আগ্রাবাদে কর্পোরেশননের বহুতল বাণিজ্যিক কমপ্লেক্সে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মিউনিসিপ্যাল গভর্নেন্স এন্ড সার্ভিস প্রকল্প (এমজিপি) এর অধীনে ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চসিকের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, সহকারী প্রকৌশলী আনোয়ার, স্পেশালিস্ট মো. নজরুল ইসলাম, ঠিকাদার সাকী।
কর্মশালায় বক্তারা কোভিড-১৯ থেকে স্বাস্থ্য সুরক্ষা মেনে কিভাবে নিজেকে রক্ষা করা হয় তা নিয়ে শ্রমিকদের নির্দেশনা প্রদান করেন। নির্দেশনার মধ্যে ছিল শ্রমিকদের করোনা মহামারি সম্পর্কে জানানো, সামাজিক দূরত্ব ৩ ফুট বজায় রাখতে সচেতন করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, ঘরের বাইরে নিয়মিত মাস্ক পরিধান করা। এই কর্মশালার উদ্দেশ্য হলো কর্মক্ষেত্রে শারিরীক পরিবেশ বিষয়ে ধারনা, শারিরীক সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে করোনার সংক্রমন, শ্রমিকদের সুরক্ষা নিয়ন্ত্রন ও সংক্রমন প্রতিরোধে কার্যকরী পদ্ধতি চিহ্নিত করা।