আফগানিস্তানের কারাগারে বন্দুকধারীর হামলায় নিহত ২১

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের কারাগারে হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। রবিবার রাতের ওই হামলায় নিহত হয়েছে অন্তত ২১ জন এবং আহত ৪৩।

প্রথমে কারাগার প্রাঙ্গণে গাড়ি বোমা হামলা চালায় আত্মঘাতী এক জঙ্গি। এরপরই নিরাপত্তা প্রহরীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে কয়েকজন বন্দুকধারী। রাত থেকে এখনো আফগান পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি চলছে।

নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে কারাগারের চারপাশ ঘিরে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নানগড়হার প্রদেশের ওই কারাগারে ১৭শ’র বেশি কয়েদি রয়েছে যার বেশিরভাগই তালেবান ও আইএস সদস্য।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আফগান সরকার গত শুক্রবার তালেবানের আরো ৩০০ বন্দিকে মুক্তি দিয়েছে। তালেবানের সঙ্গে সই হওয়া একটি চুক্তির আওতায় এ পর্যন্ত আফগান সরকার ৪,৯০০ বন্দিকে মুক্তি দিয়েছে।