কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাদকের চালান লেনদেনের সময় ‘পাচারকারীরা গুলি ছুড়ে’ পালিয়ে যাওয়ার পর দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (১৯ মার্চ) সাড়ে ৯ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাফ নদীর তীরবর্তী শাহ আলমের ঝোড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নেই অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদীর তীরবর্তী শাহ আলমের ঝোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে সাঁতরে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে আসতে দেখে বিজিবির সদস্যরা।
এসময় তারা বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কেওড়া বাগানে পূর্ব থেকে অবস্থানকারী দুই মাদক কারবারির কাছে আসে। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা এক রাউন্ড গুলি ছোড়ে। কিন্তু বিজিবির সদস্যদের দৃঢ অবস্থান দেখে মাদক কারবারিরা রাতে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিশেষভাবে মোড়কজাত প্লাস্টিকের দুইটি বস্তা উদ্ধার করে। বস্তা দুইটি খুলে পাওয়া যায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা। উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।