চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ কিভাবে জনগণের টাকা নয়-ছয় করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে মেগাপ্রকল্পগুলো তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। চট্টগ্রামে প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে টানেল করেছে যার বাৎসরিক ক্ষতি ১০০ কোটি টাকা। এই ক্ষতির দায় কে নিবে? জনগণের টাকা নষ্ট করে এই ধরণের বিলাসী প্রকল্প কার স্বার্থে করা হয়েছে? বিগত ১৬ বছর আওয়ামী লীগ দেশে এমন উন্নয়ন করেছে যার ফলে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। উন্নয়নের নামে ঋণের টাকায় বড় বড় মেগা প্রকল্প করে মেগা দুর্নীতির মাধ্যমে তারা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। লুটপাটের টাকায় দেশের বাইরে বেগমপাড়ায় বাড়ি করে তারা এখন বিলাসী জীবনযাপন করছে। আর জনগণের কাধেঁ চাপিয়ে দিয়ে গেছে ঋণের বোঝা। দেশ ও জনগণের কল্যাণে নয়, শুধুমাত্র নিজেদের লুটপাটের স্বার্থেই এসব প্রকল্পগুলো নিয়েছিল দুর্নীতিবাজ হাসিনা সরকার। আমরা বলতে চাই, যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। আগামীতে দেশের জনগণ তাদের বিচার করবে।
২০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে ০৪নং চান্দগাঁও ওয়ার্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় চান্দগাঁও ওয়ার্ড যুবদলের উদ্যোগে এলাকাবাসীর মাঝে ‘ইফতার সামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নিজের স্বার্থে, ক্ষমতায় টিকে থাকার স্বার্থে, লুটপাটের স্বার্থে সব ধ্বংস করেছে। আর সেজন্য তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছিল। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ট নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। স্বৈরাচার পালিয়ে গেলে তাদের দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করছে। তাই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, এদেশকে রক্ষা করতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। জনগণ যাকে সমর্থন করবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক ইসহাক চৌধুরী, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, চান্দগাঁও থানা বিএনপি নেতা সালামত আলী, মহানগর যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সাবেক মহানগর ছাত্রদল নেতা নওশাদ আল জাসেদুর রহমান। আহমেদ রিয়াদ উদ্দিন নিজাম এর সভাপতিত্বে ও বদিউল আলম সাইফুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা নিজাম উদ্দিন,ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, জয়, মো. খোকন, মো. আবছার, মো. আমজাদ প্রমুখ।