মৃতদের দাফনে পোর্টল্যান্ড গ্রুপের সুরক্ষা সামগ্রী প্রদান

 

গত ১২ জুলাই, রবিবার, সকালে নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসা সংলগ্ন সুন্নী নূরানী শিক্ষা বোর্ড কার্যালয়ে করোনায় মৃত্যু বরণকারীদের লাশ, দাফন-কাফনের কাজে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুÐ উপজেলা কে পোর্টল্যান্ড গ্রæপের পক্ষ থেকে ১০০ সেট পিপিই সহ সুরক্ষা সামগ্রী প্রদান করছেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক সাদা মনের অধিকার আলহাজ্ব মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সিতাকুন্ড উপজেলার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ ওমায়ের রজভী, সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুজিব উদ্দীন জেহাদী, দাফন-কাফন টিমের সদস্য নুর উদ্দিন, মোহাম্মদ শাহাজাহান, শায়ের আকতার রেজা তারেক প্রমূখ। সুরক্ষা সামগ্রী বিতরণে জোবাইর রজভী বলেন, দেশের এ কঠিন পরিস্থিতিতে যথই আপন হোক, মৃত্যুর পর পরই পাল্টে যায় দৃশ্যপট, করোনা আতঙ্কে সবাই যেন দূরে সরে থাকছে। দাফন-কাফনের জন্য অনেকের কাছে ধর্ণা দেওয়া হলেও পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত পাশে এসে দাঁড়ালো দেশের আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। তাদেরকে অবহিত করা হলে লাশ বহন থেকে শুরু করে দাফন-কাফন পর্যন্ত সব কাজ শেষ করেন মৃত ব্যক্তির পরম আত্মীয় রূপে, এভাবে দেশব্যাপী এ কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি জনাব মিজানুর রহমান মজুমদার সাহেবের মতো এ মানবিক কাজে এগিয়ে আসার জন্য ধনাঢ্য ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান। এছাড়াও বর্তমানে যারা এ কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সকল মানবতার নেক কর্মকে আল্লাহপাক কবুল করুন।