চবি’র ‘চন্দনাইশ স্টুডেন্টস’ এসোসিয়েশনের নির্বাচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের সংগঠন “চন্দনাইশ স্টুডেন্টস’ এসোসিয়েশন (সিএসএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” এর ২০২৪-২৫ কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি নগরীর মুরাদপুরস্থ হোটেল জামান এন্ড বিরিয়ানি হাউসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

নির্বাচনে ২০২৪-২৫ কার্যকরি পরিষদের সভাপতি পদে নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইসমাঈল (আবিদ) এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন গনিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান উদ্দিন।

সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির সকল সদস্যের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের সরাসরি ভোটে এই নির্বাচন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সিএসএ’র প্রথম সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মোহাম্মদ তাহের উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে আরো ছিলেন সাবেক সভাপতি ও সম্মানিত উপদেষ্টা এডভোকেট খালেক সামি, সাবেক সভাপতি ও উপদেষ্টা এডভোকেট মিয়াজ মিয়া এবং পদাধিকার বলে বর্তমান সভাপতি কায়াচুল আলম।