‘সাম্য প্রতিষ্ঠা করে মাহে রমজান’

অসহায় নারী পুরুষ ও শিশুদের সম্মানের সাথে ইফতার করানোর লক্ষ্যে বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। এ উপলক্ষ্যে খতমে কোরআন আয়োজন করা হয়।

গত ১৮ মার্চ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল আয়োজন করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। আয়োজনের শুরুতে বিকেল ৪টা থেকে শুরু হয় খতমে কোরআন। এরপর হাফেজ মোঃ রায়হানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বাসার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আবুল বশর আবু।

আলোচনা সভায় সুচনা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাপলা টেলিভিশনের পরিচালক (বার্তা ও অনুষ্ঠান) সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল। বক্তব্যে তিনি বলেন, সমাজের সকল মানুষের সম্মান পাওয়ার অধিকার রয়েছে। এই সম্মান দিতেই সমাজের বঞ্চিত মানুষদের জন্য অভিজাত কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। অবহেলিত মানুষ একটু সম্মানের সাথে সকলে মিলে একসাথে ইফতার করবে, এটাই আয়োজনের উদ্দেশ্য। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবুল বাশার বলেন, আজকের এই মাহফিল আমাদের সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতার স্মারক। আমাদের নৈতিক দায়িত্ব হলো, যারা সামাজিক বা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন, তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করা। কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আমরা তাদের জন্য দোয়া করছি এবং ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সমাজের সর্বস্তরের মানুষকে আল্লাহর রহমতের সাথে সম্মানিত করার পথ আমাদেরকে আরও উদার ও সহানুভূতির দিকে পরিচালিত করুক। তিনি আরও বলেন, আসুন, আমরা সকলে মিলে এই দুর্বল জনগণের পাশে দাঁড়াই এবং তাদের উপকারে আসার জন্য সদা প্রস্তুত থাকি। সভায় প্রধান আলোচক ছিলেন বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার, শাপলা টেলিভিশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আমানুল আলম। বক্তব্যে তিনি বলেন, আজকের এই পবিত্র মুহূর্তে, খতমে কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিলের আয়োজন একটি মহান কাজ। এটি আমাদের ধর্মীয় দায়িত্বের প্রতি গভীর শ্রদ্ধার প্রতিফলন। আমাদের সমাজে যারা আর্থিক, সামাজিক বা অন্যান্য দিক দিয়ে অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য। ইফতার মাহফিলের মাধ্যমে আমরা শুধু নিজেকে খাদ্য দ্বারা পূর্ণ করি না, বরং আমাদের অন্তরে আরও বেশি ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতার মনোভাব তৈরি করি। আল্লাহর কৃপায়, আমাদের এই প্রচেষ্টা অসহায় মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনার প্রেরণা জোগাবে এবং সমাজে শান্তি ও সহমর্মিতা প্রতিষ্ঠিত হবে। বিশেষ অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান আলহাজ্ব এস এম আজিজ বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগণকে এগিয়ে নেয়ার দায়িত্ব ধনাঢ্যদের। সকলের মধ্যে মানবতা ও বিবেক জাগ্রত হলে কেউ আর অসহায় থাকবেনা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য প্রিন্সিপাল ড. রেজাউল কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক ইনু এবং চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান স্বপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ, সহ-সভাপতি মোহাম্মদ সেলিম উল্লাহ, মহানগর কমিটির সভাপতি গোলাম আকবর চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল আলম রানা, হালিশহর থানা কমিটির সভাপতি শাহীন আক্তার, বন্দর থানা কমিটির সভাপতি আজমিরা বেগম, সীতাকুণ্ড থানা কমিটির সভাপতি মোহাম্মদ নুর হোসেন সেলিম, সাংবাদিক জুমা আক্তার, সাংবাদিক বেলাল প্রমূখ। পরে অতিথিগণসহ সকলে ইফতার ও খাবার গ্রহণ করে।